দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০২ এপ্রিল ।। সব জল্পনা কল্পনার অবসান করে ঘোষিত হয়েছে ADC নির্বাচনের দিন তারিখ, ৩রা মে রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ADC নির্বাচন। ভোট মানেই চমক, হেভিওয়েট, লো ওয়েট, জয়ের সম্ভাবনা, নির্ণায়ক শক্তি – এমনতর শব্দ আর বাক্যের জোর চালাচালি। ভোট ঘোষনার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দল গুলোর তৎপরতা হঠাৎ করেই বেড়ে গেছে, এই ক্ষেত্রে আগেই CPI(M) নামের তালিকা প্রকাশ করেছে। সব দলেই চলছে নামের তালিকা তৈরীর কাজ। ADC ভোটকে গনতন্ত্রের সারসংক্ষেপ হিসেবে বিচার করেও বলা যায় গণতান্ত্রিক উপায়ে ভোট হচ্ছে মানুষের অধিকার রক্ষার অন্যতম হাতিয়ার। রাজনৈতিক কোনোরকম সম্পৃক্ততা ছাড়া ADC-র ক্ষমতা দখলের প্রশ্নে উদাহরন স্বরুপ বলা যায় – কোন জমিতে কোন ধানের ফলন বেশী হবে তা সবচাইতে ভালো বলতে পারবেন সংশ্লিষ্ট কৃষক। সেই ক্ষেত্রে দীর্ঘ ক্ষমতা দখলে বামফ্রন্ট ভোটের যুদ্ধের ফলাফলের গতিপ্রকৃতি অনেকটাই আগাম হিসেব করতে পারে উল্লিখিত কৃষকের মত। তবে ভোটের হিসেব পাল্টানোর সব ক্ষমতার উৎস হচ্ছে মানুষ। ৩রা মে ADC ভোট নিয়ে রাজনীতির যোগ বিয়োগের অঙ্ক শুধু পাহাড়ে নয়, দিন যত এগুবে ততই ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে বলাই বাহুল্য।