গোপাল সিং, খোয়াই, ২৩ জুলাই || দুই নাবালক কর্তৃক এক নাবালিকার ওপর সংঘটিত যৌন নির্য্যাতনের ঘটনার অভিযোগ সংক্রান্ত খবরে তাকে জড়িয়ে যা লেখা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন খোয়াইয়ের বামফ্রন্ট বিধায়ক নির্মল বিশ্বাস। খবরটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানান বিধায়ক।
উল্লেখ্য, বৃহস্পতিবার খোয়াই শহরের বনকরে দুই নাবালক কর্তৃক এক নাবালিকার ওপর যৌন নির্য্যাতনের ঘটনার অভিযোগ উঠে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। আদালতের নির্দেশ অনুসারে ধৃত দুই অভিযুক্ত নাবালককেই ২৭শে জুলাই পর্য্যন্ত আগরতলায় একটি সরকারী হোমে পাঠানো হয়েছে। রবিবার একাধিক প্রভাতী সংবাদপত্রে ও বৈদ্যুতিন মিডিয়ায় এ সম্পর্কিত সংবাদ পরিবেশন করে সেখানে খোয়াইয়ের বিধায়ক নির্মল বিশ্বাস জঘন্যতম ঘটনাকে প্রশ্রয় দিয়ে অভিযুক্তদের বাড়ীতে পুলিশী প্রহরার ব্যবস্থা করেছেন বলে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগের কথা বলা হয়েছে।
বিধায়ক নির্মল বিশ্বাস রবিবারই স্থানীয় সাংবাদিকদের সি পি আই (এম)’র জেলা কার্য্যালয়ে আহ্বান করে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ সম্পর্কিত সংবাদে তাকে জড়িয়ে যা লেখা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, এধরনের ঘটনায় অভিযুক্তদের প্রশ্রয় দেওয়ার কোন প্রশ্নই আসে না। তিনি আরও বলেন যে, ’আমি বা আমার দল সি পি আই (এম) কোন সময়েই এধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না।’ তিনি অভিযুক্তদের বাড়ীতে পুলিশী প্রহরা ও সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে একাধিক সংবাদপত্রে ও বৈদ্যুতিন মিডিয়ায় যা বলা হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই বিধায়ক মন্তব্য করেন। এলাকাবাসী বলে যা প্রচার করা হচ্ছে সেটা আসলে শাসকদলের লোকজন বলেই বিধায়ক জানান। সরকারী কোন আধিকারিক বা কোন সরকারী অফিসে কোনরকম যোগাযোগ করে তিনি অভিযুক্তদের বাড়ীতে পুলিশী প্রহরার ব্যবস্থা করে দিয়েছেন বলে যদি এরকমের কোন সুনির্দিষ্ট তথ্য প্রমাণকারোর কাছে থাকে তাহলে তা জনসমক্ষে প্রকাশ করার যে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি স্পষ্টতই জানান যে, এলাকাবাসীর অভিযোগ বলে তাকে জড়িয়ে যা বলা হয়েছে তা সবটাই শাসকদলের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।
অপরদিকে খোয়াইয়ের যৌন নির্যাতনের শিকার নাবালিকার বাড়ীতে গেলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা। ঘটনার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়ে সংগঠনের পক্ষ থেকে থানায় পুলিশের কাছেও ডেপুটেশন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার খোয়াই শহরের বনকরে দুই নাবালক কর্তৃক এক নাবালিকার ওপর যৌন নির্য্যাতনের ঘটনার অভিযোগ উঠে। রবিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা নেত্রীবৃন্দ নির্য্যাতিতা নাবালিকার বাড়ীতে যান। কথা বলেন মেয়েটি সহ তার পরিবারের লোকজনদের সাথেও।সংগঠন নির্য্যাতিতা নাবালিকার পাশে থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে আন্তরিকভাবেই সোচ্চার বলে সংশ্লিষ্ট পরিবারটিকে আশ্বস্ত করেন। এরপরেই নারীনেত্রীরা খোয়াই মহিলা থানায় গিয়ে ভারপ্রাপ্ত কার্য্যকারকের সাথে সাক্ষাত করে নাবালিকার ওপর যৌন নির্য্যাতনের ঘটনার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এসময় পুলিশ নারীনেত্রীদের জানান যে, ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এদের নিয়ে এসেছে। আদালতেও ধৃতদের তোলা হয়েছে। নারীনেত্রীদের মধ্যে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির জেলা সভানেত্রী রাধারাণী দেববর্মা, জেলা সম্পাদিকা গায়েত্রী দত্ত, মহকুমা সম্পাদিকা গৌরী পাল, নারীনেত্রী হেপী চক্রবর্তী, রত্না চক্রবর্তী ও রত্না দাস পুরকায়স্থ।