নতুন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধূরী পারবেন কি হাল ফেরাতে ?

দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৭ জুলাই/(NUT) : সর্বত্র দুর্নীতি আর অস্বাস্থ্যকর কান্ডের আঁতুরঘরের দায়িত্ব নিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধূরী। দপ্তর ঘোছানোর আগেই ম্যালেরিয়ার ব্যাপক সংক্রমনে জেরবার পরিস্থিতি মৃত্যু ঠেকানোর সব দায়িত্ব নতুন স্বাস্থ্যমন্ত্রীর উপর। স্বাস্থ্য দপ্তরের সর্বত্রই যে দগদগে ক্ষত চিহ্ন তা হয়তো উপলব্ধি করতে পারছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী। প্রশাসনিক স্তরে স্বাস্থ্য দপ্তরের হাল ফেরাতে যে সব নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে তা বাস্তবায়ন করবেন বাদল বাবুর স্বাস্থ্য ব্রিগেড – দায়বদ্ধতার প্রশ্নে কি স্বাস্থ্য দপ্তর চিরকালীন চরিত্র পালটাতে পারবে? রাজ্যের মানুষ চাইছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী কড়া দাওয়াই প্রয়োগ করুন।

FacebookTwitterGoogle+Share

Comments are closed.