বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুলাই || রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের এই উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করে যাচ্ছে জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস। কৃষি দপ্তরের তত্ববধায়ক ও খাদ্য দপ্তরের যৌথ উদ্দ্যোগে জোলাইবাড়ীতে সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কাজ শুরু করা হয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে ধান ক্রয়ের কাজ। আগামী ৩০ তারিখ পর্যন্ত চলবে এই ধান ক্রয়ের কাজ। মঙ্গলবার সরকারিভাবে ধান ক্রয় কেন্দ্রটি পরদর্শন করেন তত্বাবধায়ক শ্রীদাম দাস। মূল লক্ষ্য ধান বিক্রি করতে এসে কৃষকরা যেন কোনোপ্রকার অসুবিধার সন্মুখিন হতে না হয়। এই ধান ক্রয় সম্পর্কে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে তত্বাবধায়ক শ্রীদাম দাস জানান, এইবছর টার্গেটের চেয়ে কম পরিমানে ধান আসছে। এর মূল কারন কৃষকরা উনাদের উৎপাদিত ধান অধিক মূল্যে বাইরের বাজারে বিক্রি করেছেন, এছারা এইবছরের খড়ার ফলে কৃষকদের ধানের উৎপাদন কম হয়েছে। তা সত্বেও অনেক কৃষক ব্যাপক সৎসাহের সহিত নিজেদের উৎপাদিত ধান সরকারি ভাবে বিক্রি করছে।