দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৩ এপ্রিল ।। ঋতু বদলের সঙ্গে সঙ্গে বাজারে ফলের দোকানে বদলে যায় ফলের মুখশ্রী। শীতের কমলার জায়গা চিয়েছে তরমুজ, মুসাম্বি, নেসপাতি আর বেদানা প্রজাতি। এবার বলি তরমুজের কথা – উপরে সবুজ ভেতরে লাল। রোদ যত চড়বে তরমুজের চাহিদা বাড়বে – পথ চলতি মানুষ কাঠ হয়ে যাওয়া হৃদয়ে তরমুজের রস ফিরিয়ে আনবে এনার্জি। বটতলায় রাস্তার পাশে ঠেলায় তরমুজ নিয়ে অপেক্ষমান বিক্রেতা বললেন একেক তরমুজের একেক দাম – ৩০, ৬০ এমন কি ১০০ টাকা পর্যন্ত দাম রয়েছে। কথা বলে প্রতীয়মান হয়েছে চাইছেন উত্তাপ বাড়ুক তবেই শুরু হবে তরমুজ আর মানুষের টানাটানি।