তৃষ্ণায় তরমুজ

tarmujদেবজিত চক্রবর্তী, আগরতলা, ০ এপ্রিল ।। ঋতু বদলের সঙ্গে সঙ্গে বাজারে ফলের দোকানে বদলে যায় ফলের মুখশ্রী। শীতের কমলার জায়গা চিয়েছে তরমুজ, মুসাম্বি, নেসপাতি আর বেদানা প্রজাতি। এবার বলি তরমুজের কথা – উপরে সবুজ ভেতরে লাল। রোদ যত চড়বে তরমুজের চাহিদা বাড়বে – পথ চলতি মানুষ কাঠ হয়ে যাওয়া হৃদয়ে তরমুজের রস ফিরিয়ে আনবে এনার্জি। বটতলায় রাস্তার পাশে ঠেলায় তরমুজ নিয়ে অপেক্ষমান বিক্রেতা বললেন একেক তরমুজের একেক দাম – ৩০, ৬০ এমন কি ১০০ টাকা পর্যন্ত দাম রয়েছে। কথা বলে প্রতীয়মান হয়েছে চাইছেন উত্তাপ বাড়ুক তবেই শুরু হবে তরমুজ আর মানুষের টানাটানি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*