বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৫ জুলাই || পতিছড়ী এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি।ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত প্রতিছড়ী এলাকায় বাইক দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে শান্তিরবাজার দমকল বাহনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিকে দেখে মৃত বলে ঘোষনা করেন। মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে মনপাথর ফাঁড়ী থানায় নিয়ে আসে। জানা যায়, দুর্ঘটনাগ্রস্থ বাইকের নম্বর হলো টি আর ০৩ ডি ৫০৮৬। দুর্ঘটনায় মৃত ব্যক্তি বীরচন্দ্র মনুর ঠান্ডাবাবু মগ পাড়ার বাসিন্দা ক্রাথাইয়া মগ (৫৩)। দূর্ঘটনার কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে নিয়ন্ত্রন হারিয়ে এই দূর্ঘটনা ঘটে। মৃতদেহ বুধবার ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।