পাম্প অপারেটরের উদাসীনতার কারণে জল ছাড়া হচ্ছে না পাম্প দিয়ে, অসুবিধার সন্মুখীন কৃষকরা

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৯ জুলাই || কৃষকদের সুবিধার্থে দেওয়া জলের পাম্প মেশিন দিয়ে জল ছাড়া হচ্ছে না বিগত চার পাঁচ বছর ধরে। পাম্প অপারেটরের উদাসীনতার কারণে জল ছাড়া হচ্ছে না। যার কারনে, কৃষিজ জমিতে কৃষিকাজ করতে গিয়ে অসুবিধার সন্মুখীন হচ্ছেন কৃষকরা।
সংবাদে প্রকাশ, মুঙ্গিয়াকামী আরডি ব্লকের ডি ডব্লিউ এস দফতরের অন্তর্গত দক্ষিণ মহারানীপুর রবিচরণ পাড়ায় বিগত সরকারের আমলে সংশ্লিষ্ট এলাকায় কৃষিজমিতে জল সেচের জন্য কৃষকদের সুবিধার্থে একটি জলের পাম্প মেশিন দেওয়া হয়েছিল। কিন্ত বিগত প্রায় ৪-৫ বছর ধরে সংশ্লিষ্ট এলাকায় পাম্প অপারেটরের উদাসীনতায় দক্ষিণ মহারানীপুর রবিচরন পাড়ায় জলের পাম্প মেশিনটি দিয়ে জল ছাড়া হচ্ছে না। এই বিষয়ে বারবার সংশ্লিষ্ট এলাকার ডি ডব্লিউ এস দপ্তরে জানানো হলেও তারা কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে, নিরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছেন। যার কারনে সংশ্লিষ্ট এলাকার যেসব গরিব মানুষেরা কৃষিকাজ করে তাদের সংসার প্রতিপালন করতো তাদের বর্তমানে কৃষিকাজ করতে গিয়ে জলের জন্য বড়োসড়ো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার দরিদ্র কৃষকদের অভিযোগ, তাদের এই এলাকায় কৃষকদের সুবিধার্থে জলের পাম্প বসানো হয়েছিল কিন্তু বিগত ৪-৫ বছর ধরে সংশ্লিষ্ট ডি ডব্লিউ এস দপ্তরের কর্মরত পাম্প অপারেটরের উদাসীনতায় এই পাম্প দিয়ে জল ছাড়া হয় না যার ফলে ওই এলাকার কৃষকেরা কোনো ধরনের ফসল চাষ করতে পারেন না। বর্তমানে সংশ্লিষ্ট এলাকার দরিদ্র কৃষকরার একটাই দাবি অনতিবিলম্বে তাদের এই জলের পাম্পটি দিয়ে যেন তাদের এলাকার কৃষিজ জমিতে জল ছাড়া হয়। এখন সংশ্লিষ্ট এলাকার দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে এই বিষয়ে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে দক্ষিণ মহারানীপুর রবিচরন পাড়ার এলাকাবাসীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*