দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৫ এপ্রিল ।। উত্তর পূর্বাঞ্চলের এই পার্বতী রাজ্য ত্রিপুরা নির্দিষ্ট কিছু ইভেন্টে গোটা ভারতে কোনো এক সময় দূরন্ত ফলাফল করেছে। যার মধ্যে জিন্মাস্টিকস, সাঁতার অন্যতম। তবে দিনে দিনে অন্য রাজ্য গুলো ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলায় ত্রিপুরার সাফল্য আগের সূচকে নেই। রাজ্য সরকার ত্রিপুরার খেলাধুলার উন্নয়নে বড় মাপের অর্থ ব্যয় করে গড়ে তুলছে ক্রীড়া পরিকাঠামো। গুনগত মান বজায় রেখে পরিকাঠামো তৈরী হচ্ছে কিনা তা দেখতে শনিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী সরেজমিনে খোঁজ নিয়েছেন কেমন হচ্ছে পরিকাঠামো তৈরীর কাজ। রাজ্যের ক্রীড়া মোদীরা অধীর আগ্রহে প্রতীক্ষায় ক্রীড়া পরিকাঠামো তৈরীর উন্নত আধুনিক ক্রীড়া পরিকাঠামোর উপর নির্ভর করছে রাজ্যের খেলাধুলার অগ্রগতির ভবিষ্যৎ।