আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || সোমবার নয়া দিল্লীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মাল্লিকার্জুন খড়গের সাথে সাক্ষাৎ করেন। এদিন তিনি ত্রিপুরার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। আগামীদিনে কিভাবে ত্রিপুরার কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠন গুলোকে উজ্জীবিত করার লক্ষে এদিন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মাল্লিকার্জুন খড়গের সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তীর আলোচনা হয় বলে জানা যায়।