বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ৩১ জুলাই || জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভের পর জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। বিগতদিনে দেখা যেতো নির্বাচনের ফলাফলের পর মন্ত্রীরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকতো। লোকজনেরা মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে দেখা করতে পারতো না। বর্তমান সময়ে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের পর মন্ত্রী লোকজনের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া নির্বাচনের পূর্বে যে সকল পতিশ্রুতি দিয়েছেন তা পালনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। লোকজনেরা যাতে করে কোনোপ্রকার অসুবিধার সন্মুখিন হতে না হয় তার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন মন্ত্রী। দিনে একাধিক কর্মসূচী নিয়ে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর উপস্থিতিতে রামরাইবাড়ী বাজারে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকের মাধ্যমে রামরাইবাড়ি এলাকার লোকজনেরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জনগনের কাছথেকে উঠে আসা সমস্যাগুলি কিভাবে দ্রুততার সহিত সমাধান করাযায় তার প্রচেষ্টা করেন মন্ত্রী। এই বৈঠকে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পরিবর্তনের মূল কান্ডারী বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, ব্লকের অতিরুক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা। এদিম দিন মন্ত্রীকে কাছে পেয়ে খুবই আনন্দিত এলাকাবাসী।