বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০১ আগস্ট || শান্তিরবাজার তপোবন আশ্রম এলাকা থেকে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলো এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার লাউগাং এলাকা থেকে এক যুবক এক্সিস ব্যাঙ্কের ইনসুরেন্স ও লোন পাইয়ে দেবার নাম করে এলাকার ৭ জন লোকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। পরবর্তী সময় লোকজনেরা জানতে পারে ছেলেটি প্রতারক। প্রতারণার ফাঁদে পা দিয়ে লোকজনেরা অর্থ নষ্ট করেছে। অবশেষে মঙ্গলবার শান্তিরবাজার তপোবন আশ্রম সংলগ্ন এলাকা থেকে প্রতারণার জন্য যুবকটিকে আটক করে লোকজনেরা। যুবকটিকে আটক করে খবর দেওয়া হয় শান্তিরবাজার থানায়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকটিকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।
