আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || বর্তমান সরকারের সময়ে বিভিন্ন সুপার স্পেশালিটি পরিষেবার ক্ষেত্রেও নতুন উদ্যমে এগিয়ে চলেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এর সুফলও পাচ্ছেন জনগণ। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা সরকারি মেডিকেল কলেজের ১৯’তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তিনি বলেন, প্রাথমিকস্তর পর্যন্ত উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার।
এদিন আগরতলা সরকারি মেডিকেল কলেজের ১৯’তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের চিকিৎসক, ফ্যাকাল্টি মেম্বার এবং মেডিকেল ছাত্র-ছাত্রী সহ অন্যান্যরা।