আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগস্ট || নার্সিং এডুকেশনে রাজ্যের ছেলে-মেয়েদের স্বপ্ন পূরণে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করলো আগরতলা গভঃ নার্সিং কলেজ। চলতি শিক্ষাবর্ষ থেকেই সরকারিভাবে শুরু হতে যাচ্ছে বিএসসি নার্সিং কোর্স। মঙ্গলবার রাজধানীর আইজিএম হাসপাতালের বহুতল ভবনে তৈরি এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য শিক্ষাকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে এই প্রতিষ্ঠান।
ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে স্মার্ট ক্লাস সহ উন্নত প্রযুক্তিগত পরিকাঠামো, হোস্টেল এবং অন্যান্য সুবিধা গড়ে তোলা হয়েছে।