বিয়ের পর্ব সেরেই একেবারে ক্রিকেটে মন দিলেন সুরেশ রায়না

rainaতারায়-তারায় ডেস্ক ।। বিয়ের পর্ব শেষ করে একেবারে ক্রিকেটে মন দিলেন সুরেশ রায়না। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ‘রায়না কা শাদি’- দেশজুড়ে ঝড় তোলার পর এবার ক্রিকেট ঝড়ের অপেক্ষা। সুরেশ রায়না টুইটারে সবাইকে ধন্যবাদ জানান।

their incredible love and good wishes for our happy married life.. Love u all pic.twitter.com/UynYpbiixd

— Suresh Raina (@ImRaina) April 4, 2015
গত শুক্রবার দিল্লির চাণক্যপুরীর এক পাঁচতারা হোটেলে প্রিয়াঙ্কা চৌধুরীকে বিয়ে করেন রায়না। রায়নার বিয়েতে উপস্থিত ছিলেন সস্ত্রীক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে ভারতীয় দলের ক্রিকেটার, বিভিন্ন জগতের সেলেব্রিটিরা।

বিয়ের পরদিনই ব্যাট হাতে ঘাম ঝরালেন রায়না। ঘনিষ্ঠমহলে রায়না জানিয়েছেন, এ বছরটা তাঁর ক্রিকেট কেরিয়ারে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টেস্ট দলে নিয়মিত সদস্য হওয়ার স্বপ্নটা তাঁর দীর্ঘদিনের। কিন্তু কিছুতেই তিনি পাঁচদিনের মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারছেন না। আইপিএল থেকেই নিজের জাত চিনিয়ে আগের ব্যর্থতা ঢেকে টেস্ট দলে জায়গা করতে চান উত্তরপ্রদেশের ২৮ বছরের বাঁ হাতি ব্যাটসম্যান। এখন দেখার লেডি লাক রায়নার কেরিয়ারে কতটা বদল নিয়ে আসে।

Finally married to my beautiful wife Priyanka. I take this oppurtunity to thank all my supporters and fans pic.twitter.com/cGmnu589x5

— Suresh Raina (@ImRaina) April 4, 2015
সৌজন্যে জি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*