আগরতলা-সাব্রুম রুটে চালু হতে যাচ্ছে নতুন এক জোড়া ডেমো ট্রেনঃ সুশান্ত চৌধুরী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট || শীঘ্রই আগরতলা-সাব্রুম রুটে চালু হতে যাচ্ছে নতুন এক জোড়া ডেমো ট্রেন। বৃহস্পতিবার আগরতলা-সাব্রুম রুটে এক জোড়া ডেমো ট্রেনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। এদিন সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, কিছু দিন পূর্বে আগরতলা-সাব্রুম রুটের ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষবের কাছে চিঠি পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার রেলমন্ত্রক থেকে চিঠি দিয়ে পরিবহন দপ্তরকে জানানো হয়েছে আগরতলা-সাব্রুম রুটে নতুন আরো এক জোড়া ডেমো ট্রেন চালু করা হবে। এখন থেকে আগরতলা- সাব্রুম রুটে দুই জোড়া ডেমো ট্রেন চলাচল করবে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*