আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগস্ট || রাজধানী আগরতলাব্যাপি শুরু হয়েছে ট্রাফিকের স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ। এই এনফোর্সমেন্ট ড্রাইভের অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীর বিভিন্ন প্রান্তে অভিযান চালায় ট্রাফিক কর্তারা। ট্রাফিকের ডিএসপি থেকে শুরু করে ইন্সপেক্টর লেভেলের অফিসাররা রাজধানীর বিভিন্ন মোটর স্ট্যান্ড এবং ব্যস্ততম সড়ক গুলিতে অভিযান চালিয়েছেন। এই অভিযানে যাত্রীবাহী গাড়ি, বাইক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। যারা পরিবহন আইন মানছেন না এবং আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ট্রাফিক কর্তারা বলে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান ট্রাফিক ডিএসপি প্রণব দাস। তবে রাজধানীতে যানজট সৃষ্টিকারী একাংশ টমটম এবং অটো চালকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না ট্রাফিক কর্তারা। যার ফলে রাজধানীতে নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ চঞ্চলকেরা।
