আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী বা জনজাতি দিবস। এই বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস। তারই প্রস্তুুতি উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। মূলত, আদিবাসী গোষ্ঠীকে জাগ্রত করার লক্ষ্যেই ওই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শনিবার প্রদেশ কংগ্রেসের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ আরো অন্যান্যরা।