নবনিযুক্ত সংগঠন মহামন্ত্রী জি আর রবীন্দ্র রাজুকে সংবর্ধনা এবং ফনিন্দ্রনাথ শর্মাকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ আগস্ট || ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা ও আসাম প্রদেশের নবনিযুক্ত সংগঠন সাধারণ সম্পাদক তথা মহামন্ত্রী হিসেবে জি আর রবীন্দ্র রাজু দায়িত্ব নেওয়ার পর রবিবার এই প্রথমবার রাজ্যে পদার্পণ করেছেন। এদিন আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রদেশ বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানানো হয় এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি’র তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এদিন প্রাক্তন সংগঠন সাধারণ সম্পাদক ফনিন্দ্রনাথ শর্মাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। এদিন আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন উপ-মূখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে শ্রী রাজু জীর সাংগঠনিক অভিজ্ঞতা এবং সুদূরপ্রসারী চিন্তাভাবনা এরাজ্যের সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে’।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*