আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ আগস্ট || ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত আসন্ন রাখাল শিল্ড নক আউট ও চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে আসরে অংশগ্রহণকারী ক্লাব গুলো। প্রত্যেকটি দল স্থানীয় সহ বহিঃরাজ্যের ফুটবলারদের নিয়ে নিজেদের মতো করে অনুশীলনে ব্যস্ত হয়ে রয়েছেন। প্রত্যেকটি দলের লক্ষ্য শিরোপা দখল করা। সোমবার রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফরওয়ার্ড ক্লাব ও রামকৃষ্ণ ক্লাবের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলা হয়। মূলত দলের ফুটবলারদের ম্যাচে কোনো রকম যেনো সমস্যায় পড়তে না হয়। প্রস্তুতি ম্যাচ চলাকালীন সময়ে রামকৃষ্ণ ক্লাবের সদস্য অমিত দেব জানান, নক আউট ও লিগ প্রতিযোগিতাকে সামনে রেখেই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন।