দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৫ এপ্রিল ।। চৈত্রের বিদায় লগ্নে এমুহূর্তে রাজ্যজুড়ে প্রকৃতির যে তান্ডব শুরু হয়েছে তারে মানুষ রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই অবিশ্রান্ত বৃষ্টিপাত আর ৮০-৯০ কিমি বেগে ঝড় রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের বসত ভিটে ভেঙ্গে চূরমার করে দিয়েছে। প্রচন্ড ঝড়ে ঘর বাড়ীর ছাউনি উড়িয়ে নিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে মাথা গোজার শেষ সম্বল। আনন্দ নগরে সম্প্রীতি প্রাকৃতিক ঝড়ে অনেকেরই ঘর বাড়ীর ব্যপক ক্ষয় ক্ষতির সন্ধান হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রাকৃতিক বিপর্যয়ে আনন্দ নগরে সেই সব মানুষেরা আশা করছেন অবিলম্বে সরকারী সহায়তা প্রদান করা হবে। কমলপুরেও প্রাকৃতিক ঝড়ের তান্ডবে ব্যপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানাযায়।