বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৮ আগস্ট || দু’দিনের প্রবল বৃষ্টিপাতে ভেঙে পরেছে জাতীয় সড়ক। ঘটনা সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের বীরচন্দ্রমনু এলাকায়। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনু এলাকায় প্রচন্ড বৃষ্টিপাতের কারণে ৮নং জাতীয় সড়ক ভেঙ্গে যায়। যার ফলে যানবাহন চলাচলে বিপদজনক হয়ে পড়ছে। প্রবল বৃষ্টিপাতে ধসে পরেছে জাতীয় সড়কের বেশকিছু জায়গা। এতে বিঘ্নিত হচ্ছে যান চলাচল।
