আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ আগস্ট || মঙ্গলবার একটি কুকুর উদ্ধার অভিযান সম্পর্কে ডিএম কন্ট্রোল থেকে জিরানিয়া মহকুমাশাসক নিয়ন্ত্রণের কাছে খবর আসে। জানা যায়, কুকুরটি ঘোরাফেরা করতে করতে কোনো এক সকয় একটি পরিত্যক্ত গর্তে পরে যায়। বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর আসে জিরানিয়া মহকুমাশাসক নিয়ন্ত্রণের কাছে। মহকুমাশাসকের অফিস থেকে তথ্য পাওয়ার পরে রাণীরবাজার স্কাউট এন্ড গাইড এবং রোভারসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত কুয়ো থেকে কুকুরটিকে উদ্ধার করে। বর্তমানে কুকুরটি নিরাপদে আছে।