সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ আগস্ট || নদীর ভাঙ্গনে ক্ষতির স্বীকার কৃষক। কয়েক দিনের টানা বৃষ্টির ফলে খোয়াই নদীর জল বেরে উঠে। তেলিয়ামুড়া মহকুমার কৃষি প্রধান এলাকা বাইশঘরিয়া এলাকায় খোয়াই নদীর জল স্ফিত হওয়ার কারনে পার ভাঙতে শুরু করে। ফলে নদীর পাশে থাকা কৃষি জমির একটা অংশ নদীতে চলে যায়। এতে জমিতে চাষ করা ফসল এবং জমি নদীর গর্ভে তলিয়ে যায়। ক্ষতির সম্মুখীন হয়ে সরকারের কাছে সাহায্যের দাবি জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার।
উল্লেখ্য, তেলিয়ামুড়া বাইশ ঘরিয়া এলাকায় খোয়াই নদীর পারে এমন অনেক জমি রয়েছে, যেখানে চাষাবাদ করে দীর্ঘ বছর যাবৎ নিজদের পরিবার পরিচলনা করে আসছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে খোয়াই নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথায় এখন চিন্তার ভাজ। নদীর জল বৃদ্ধি পাওয়ায় সেই জলের বেগ চাষাবাদ করার জমির দিকে চাপ সৃষ্টি করে। ফলে জলের বেগে নদীর পারে ভাঙ্গন ঘটে। এর ফলেই চাষের জমির একটা অংশ খোয়াই নদীতে চলে যায় বলেও জানান কৃষক পরিবার। এলাকার কৃষকরা আরো অভিযোগ করে বলেন, ওয়াটার সাপ্লাইয়ের জল তোলার জন্য নদীতে বাঁশ দিয়ে হানা দেওয়ার কারণে নদীর এপার বেশি করে ভেঙ্গে যাচ্ছে। আগামী দিনে আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকায় এখন চিন্তিত বাইশঘরিয়া এলাকার কৃষকেরা।