আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || ৯ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন। তারই অঙ্গ হিসেবে বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভারত ছাড়ো আন্দোলন উদযাপন করা হয়। এরপর রাজধানীর গান্ধীঘাট শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করলেন দলীয় নেতৃত্বরা। এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ সহ অন্যানরা।