আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || আন্তর্জাতিক আদিবাসী দিবসে সারা দেশব্যাপী কংগ্রেস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেস রাজ্যেও মুক্তধারা হলে এক অনুষ্ঠানের আয়োজন করেন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল রায় সহ আরো অন্যান্যরা।
পাশাপাশি এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে মনিপুরের ঘটনায়র তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন রাজধানী আগরতলা শহরে।