আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || দীর্ঘদিন যাবত জেআরবিটি’র বেকার যুবক যুবতীরা ফলাফল না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত। তাই আবারো বাধ্য হয়ে বুধবার জে আর বি টি অফিসে আসে জেআরবিটি’র বেকার যুবক যুবতীরা। কবে নাগাদ তাদের ফলাফল দেওয়া হবে সেই সংক্রান্ত বিষয় জানতে এদিন অফিসের সামনে ভির জমায় তারা। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নিকট প্রার্থনা করেন জেআরবিটি’র বেকার যুবক যুবতীরা যাতে তাদের ফলাফল অতিশীঘ্রই ঘোষণা করে রাজ্য সরকার। এদিন জেআরবিটি’র বেকার এক যুবক জানান, বেকার যুবক যুবতীদের প্রশ্নের ভয়ে জেআরবিটি’র অফিস কক্ষের সামনের গেটে তালা লাগিয়ে রাখে অফিসের কর্মীরা।