আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || ‘মেরি মাটি, মেরা দেশ’, ‘মিট্রি কো নমন, বীরো কা বন্ধন’ – এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে ৯ই আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত সারা দেশব্যাপী এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের সকল পঞ্চায়েতে অমৃত বাটিকা বানানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে অমৃত কলসে বিভিন্ন পঞ্চায়েত ও বিভিন্ন ওয়ার্ড থেকে বাটিকার মাটি সংগ্রহ করে রাজধানী দিল্লীতে নিয়ে যাওয়া হবে। বুধবার আগরতলা পুর নিগমের ১৬নং ওয়ার্ড অফিসে আয়োজিত অনুষ্ঠানে অমৃত কলসে বাটিকার মাটি সংগ্রহ করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ১৬নং ওয়ার্ডের কর্পোরেট দীপক মজুমদার। পরবর্তীতে বৃক্ষরোপণ করেন তিনি। জানা যায়, প্রতিটি ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে পুর নিগমে, তারপর সেই মাঠে যাবে দিল্লীতে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিকাশের পাশাপাশি দেশাত্মবোধ, শহিদদের শ্রদ্ধা, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছেন। ‘মেরি মিট্টি, মেরা দেশ’ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে সারাদেশে রাজ্যের সুনাম অক্ষুন্ন রাখার ক্ষেত্রে সবাই বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।