আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট || হাতে আর মাত্র কয়েকদিন বাকি, তারপরই মনসা মায়ের পূজো। ভক্তের ঘরে ঘরে হবে মায়ের পূজো। মৃৎ পাড়াতে চলছে চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা দিবারাত্রি কাজ করে যাচ্ছেন। অন্যান্য বছরের ন্যায় এই বছর মৃৎশিল্পীরা ভালো অর্ডার পাননি বলে জানান এক মৃৎশিল্পী। কেননা মল মাস থাকাতে অনেকে পুজো করছেন, আবার অনেকে পুজো করছেন না এমনটাই জানালেন এক মৃৎশিল্পী। অন্যদিকে দ্রব্যমূল্যর বাজারে বাস, চট ও মূর্তির সরঞ্জাম অনেক দাম এবং মাটিও পাওয়া যাচ্ছে না বলে জানানা তিনি। তাদের জীবিকা নির্বাহ করতে অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। অন্যান্য বছরের ন্যায় এবছর মূর্তির অর্ডার খুব কম, মল মাস থাকাতে এমনটাই অভিমত করেন মৃৎশিল্পীর।