আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট ||
ভারতের স্বাধীনতার ৭৬’তম বর্ষ উদযাপন এবং অমৃত মহোৎসবের এই মহাপর্বে আগামী ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর সিটি সেন্টারের মূল ফটকে সাধারণ মানুষদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। সে সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত, পুর নিগম অফিসের বিভিন্ন আধিকারিকরা প্রমুখ।