আগরতলা, ০৬ এপ্রিল ।। সোমবার, বিজেপি-এর ৩৫ তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের ADC নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষনা করল বিজেপি। সোমবার, কৃষ্ণনগরস্থিত বিজেপি-এর ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে সংবাদ সন্মেলন করে ADC ভোটের প্রার্থী তালিকা ঘোষনা করেন বিজেপি-এর নেতৃত্বরা।