সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ আগস্ট || ‘আজাদিকা অমৃত মহোৎসব’ গোটা ভারতবর্ষে ঘটা করে পালিত হয়। এরই অঙ্গ হিসাবে ‘মেরি মিট্টি, মেরা দেশ’ কর্মসুচী চলছে বেশ ঘটা করে। এর সাথে সংগতি রেখে তেলিয়ামুড়া আর ডি ব্লকের উদ্যোগেও বিভিন্ন কর্মসুচী হাতে নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টিয় ‘মেরি মিট্টি, মেরি দেশ’ কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া ব্লকের উদ্যোগে প্রতিটি পঞ্চায়েত ভিলেজের পক্ষ থেকে একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি তেলিয়ামুড়া টাউন হল মাঠ প্রাংগন থেকে শুরু করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া ব্লকের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে হয় একটি ক্ষুদ্র অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায়, অতিরিক্ত মহকুমাশাসক, ব্লকের বিডিও, পঞ্চায়েত প্রধান ও সদস্য সহ অন্যান্যরা।