আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট || দেশের বীর শহীদ ও বীরাঙ্গনাদের সম্মান জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী সারাদেশের পাশাপাশি আগরতলা পুর নিগমের মূল কার্যালয়ে নগর পঞ্চায়েত, পুর পরিষদ, পৌরসভা থেকে শুক্রবার মাটি ভর্তি কলস আনা হয়েছে। যা দিয়ে দিল্লী’স্থিত জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে বীর শহীদ ও বীরাঙ্গনাদের সম্মানে অমৃত বাটিকা তৈরি করা হবে। এদিন আগরতলা পুর নিগমের মূল কার্যালয়ে এগুলিকে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ।