সংঘটনের পতাকা উত্তোলনের মাধ্যমে ছাত্র ফেডারেশনের ৮৮’তম প্রতিষ্ঠা দিবস পালিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || ১২ই আগস্ট, ২০২৩ সারা ভারত ছাত্র ফেডারেশনের ৮৮’তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে শনিবার সকালে রাজধানীর হরিশ ঠাকুর রোডস্থিত বীরচন্দ্র দেব্বর্মা স্মৃতি ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা দিবস। সংঘটনের পতাকা উত্তোলন করেন রাজ্য সম্পাদক শুভদীপ মজুমদার, রাজ্য সহ-সম্পাদক কমরেড সায়ন পাল, গণআন্দোলনের নেতা ডাঃ যুধিষ্ঠির দাস সহ অন্যান্যরা। তাছাড়া সদর, ধর্মনগর, বেলোনিয়া, শান্তিরবাজার, কুমারঘাটেও সংঘটনের প্রতিষ্ঠা দিবস যথযোগ্য মর্যাদায় পালিত হয়।
রাজ্য সম্পাদক শুভদীপ মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ১২ই আগষ্ট ১৯৩৬ সালে লখনউতে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। প্রেম নারায়ণ বাহরগভ প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৩৬ সালের পরে বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন তৈরি হয়। ১৯৩৬ সালে প্রথম জাতিয়স্থরের ছাত্র সংগঠন প্রতিষ্ঠা হয়। দীর্ঘ ৮৭ বছর ধরে ছাত্রদের বিভিন্ন বিষয়ে ছাত্র আন্দোলন গড়ে তুলেছে AISF। বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ছাত্র বিরোধী ও শিক্ষা বিরোধী নীতির বিরুদ্ধে AISF সোচ্চার হয়েছে ও আন্দোলনে গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও ছাত্র বিরোধী ও শিক্ষা বিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চা হবে AISF।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*