দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৬ এপ্রিল ।। সংবাদ মাধ্যমে হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটনা উপস্থাপিত হয় যা মুহূর্তেই জনমানসের আকর্ষনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়। এমুহূর্তে গোটা রাজ্যে চিটফান্ড কান্ড লিড নিউজ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলের সুদীপ রায় বর্মণ রাজ্যের মূখ্যমন্ত্রীকে নিশানায় রেখে ক্রমাগত চিটফান্ড নিয়ে আক্রমন শোনাচ্ছেন। অন্যদিকে রাজ্যের মূখ্যমন্ত্রী আত্মপক্ষ সমর্থনে ঠারেঠুরে শ্রী বর্মণের আক্রমনের জবাব দিয়েছেন। চিটফান্ড কাহিনী নিয়ে বিরোধী দলনেতা দিদির রাজ্যে সংবাদ সন্মেলন করে ত্রিপুরায় চিটফান্ড নিয়ে সরব হয়েছেন। দেখা যাক চিটফান্ডের ঘটনা বিরোধী দলনেতার এই প্রতিবাদী ভূমিকার অন্তিম পরিনতিতে জল কতদূর গড়ায়।