সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ আগস্ট || বিদ্যালয়ে ইনচার্জ দেরি করে বিদ্যালয়ে আসার কারনে খোলা হয়নি স্কুল, ফলে ছাত্র ছাত্রীরা বাড়ি চলে আসে। এই খবর অভিভাবক মহল পৌছায় সংবাদ মাধ্যমে। সংবাদ মাধ্যমের লোক দ্বায়িত্ব পালন করতে গেলে বিদ্যালয় ইনচার্জ ললিত ভৌমিক খারাপ ব্যবহার করেন। পাশাপাশি দেশের সংবাদ মাধ্যমকে নিয়ে নানা ধরনের কটুক্তি করেন। ঘটনা মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শকের অধীনে আঠারোমুড়া অঞ্চলের ৪৫ মাইল এলাকার বীর বিক্রম জমাতিয়া জে বি স্কুলে।
জানা যায়, এই বিদ্যালয়ে প্রায় নিত্যদিন ইনচার্জ ললিত ভৌমিক সহ শিক্ষক শিক্ষিকারা সময়মত আসেন না। অভিভাবকদের এ বিষয়ে দীর্ঘদিন যাবৎ অভিযোগ করে আসছিলেন। শুক্রবারও একই ঘটনা পরিলক্ষিত হয়। এদিনও বিদ্যালয়ের ইনচার্জ সহ অন্যান্য শিক্ষক সময় মত বিদ্যালয়ে না আসার কারনে ছাত্র ছাত্রীরা দীর্ঘক্ষন অপেক্ষা করে বাড়ি চলেযেতে বাধ্য হয়। পরে অভিভাবক সুত্রে খবর পেয়ে খবর করতে গেলে সাংবাদিকদের বিদ্যালয়ের ইনচার্জ ললিত ভৌমিক দ্বারা খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয়। বিদ্যালয় ইনচার্জ দেশের সংবাদ মাধ্যমকে নিয়ে ঘুরতর কটুক্তি করেন। তিনি এও বলেন, দেশের সংবাদ মাধ্যম নাকি বিক্রি হয়ে গেছে। সাংবাদিকরা কেবল খারাপ দিক দেখে ভাল কোন প্রচার করেন না। সাংবাদিকদের বিজনেস বলেও কটুক্তি করেন বিদ্যালয় ইনচার্জ ললিত ভোমিক।
যেখানে নিজ দ্বায়িত্ব পালন করছেন না উপরন্তু নিজের দোষ ঢাকতে উল্টু সংবাদ মাধ্যমকে নিয়ে নানা ভাবে সমালোচনা করেন।