সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ আগস্ট || যুব সমাজকে নেশার কবল থেকে দুরে রাখতে এবং স্বাস্থ্য সুরক্ষা কথা মাথায় রেখে সুস্থ সমাজ গড়ার লক্ষে এগিয়ে আসলো জনজাতি অংশের যুবকেরা। সেই উদ্যেশ্যেই তেলিয়ামুড়া মহকুমার অধিন মাণিক বাজার এলাকায় ইয়াক বকসা ক্লাব এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। গত ১৭ই জুলাই শুরু হয় এই টুর্নামেন্ট। ১৩ই আগস্ট ছিল এর ফাইনালে ম্যাচ। মোট ১২টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। রবিবার এই ফাইনাল ম্যাচে তৈদু লোকাল এবং এপিসি ক্লাবের মধ্যে হয় খেলা। এদিনের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন এডিসি’র ক্রীড়া মন্ত্রী সোহেল দেব্বর্মা, ইএম কমল কলই, অম্পি বিধানসভার বিধায়ক পাঠানলাল জমাতিয়া, অওয়াই টি এফ নেতা মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই ফাইনাল ম্যাচে জয়ী হয় এপিসি ক্লাব। শেষে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, যুব সমাজকে নেশার কবল থেকে দুরে থাকতে হবে। এর জন্য খেলাধুলাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে যুবকদের একদিকে যেমন সুস্বাস্থ্যের অধিকারী হবে। অন্য দিকে নেশার করাল গ্রাস থেকেও মুক্ত থাকবে। এই উদ্যেশ্যে ত্রিপুরা এডিসি প্রশাসনও খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামীদিনে খেলাধুরার উন্নয়নে এডিসি প্রশাসন থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার কথাও উল্লেখ করেন উনারা।