আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশাত্মবোধের ভাবনায়, আমাদের গৌরবের স্বাধীনতা দিবসকে সামনে রেখে এক তিরঙ্গা বাইক র্যালীতে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার রাজধানীর বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে আয়োজিত এই তিরঙ্গা বাইক র্যালীতে যুব মোর্চার কার্যকর্তাদের সাথে মুখ্যমন্ত্রীও অংশগ্রহণ করেন। এদিন তিরঙ্গা বাইক র্যালীটি আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা শেষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সন্মুখে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত সকলেই পঞ্চপ্রাণ শপথ গ্রহণ করেন।