আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানীর শতদল সংঘ ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সোমবার এই কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন করলো শতদল সংঘ ক্লাবের সদস্যরা। এদিন সাংবাদিক সম্মেলনে ক্লাবের সম্পাদক অধীর দেবনাথ জানান, স্বাধীনতা দিবসে সকালে ক্লাবের তরফে একটি শোভাযাত্রা বের করা হবে। এই শোভাযাত্রায় উপস্থিত থাকবেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যে, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ ক্লাবের কর্মকর্তারা।