দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৬ এপ্রিল ।। কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহন বিল নিয়ে দেশের বিরোধীদল গুলো সোচ্চার প্রতিবাদে সামিল হয়েছে। বামফ্রন্ট এই জমি অধিগ্রহন বিলের বিরোধীতা করে বলেছে পুঁজি পতিদের স্বার্থ রক্ষায় এই বিল আনা হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বেশ কিছু সংশোধন করেছে জমি অধিগ্রহন বিলের, যদিও এতে অসন্তুষ্টি প্রকাশ করেছে বামদল গুলি।
সোমবার, সারা ভারত কৃষক সভার পশ্চিমাঞ্চল কমিটির তরফে কেন্দ্রীয় জমি অধিগ্রহন বিলের বিরোধীতা করে শহরে মিছিল সংঘটিত হয়েছে। বটতলার পথ সভায় কেন্দ্রীয় সরকারের জমি অধিগ্রহন বিলের প্রতিবাদ স্বরুপ প্রতীকী বিল পোড়ানো হয়।