আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট || ভারতবর্ষ থেকে ব্রিটিশ অপশাসন মুক্ত করতে প্রাণ দিয়েছে অসংখ্য মুক্তিকামী স্বাধীনতা সংগ্রামী ও সাধারণ জনগন। এই স্বাধীনতার এক ভয়াবহ দিক দেশভাগ। ব্রিটিশদের দুরভিসন্ধি আর তদানীন্তন একাংশ রাজনেতাদের ক্ষমতার নির্লিপ্ত লোভের ফসল এই বিভাজনের খেসারত দিতে হয়েছিলো লক্ষাধিক হতভাগ্য সাধারণ দেশবাসীদের।
বিভীষিকাময় সেই সময়কালকে স্মরণ করে সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় বিভাজন বিভীষিকা দিবস। এই উপলক্ষে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী টিংকু রায়, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত প্রমুখ।
বিভাজন বিভীষিকা দিবস উপলক্ষে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গন থেকে এক পদযাত্রারও আয়োজন করা হয়। এই পদযাত্রায় মুখ্যমন্ত্রীও অংশগ্রহণ করেন।