বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ আগস্ট ||
শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত তিন জন। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০১ এ জে ৬২১৩ নম্বরের বাইকটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। এতে করে বাইকে থাকা তিন জন জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে আহত হয়। দুর্ঘটনায় আহতরা হলো উদয় মারাক (১৮), শুভঙ্কর মারাক (১৮) ও মনদীপ মারাক (১৭)। দুর্ঘটনার পরবর্তী সময় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।