আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || আগরতলা পুর নিগমের উদ্যোগে নিগমের মূখ্য কার্যালয়ে যথাযথ মর্যাদায় ৭৭’তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় মঙ্গলবার। এদিন প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরবর্তীতে সেলামি গ্রহণ করেন তিনি। তারপর অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক সংগীত।