রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে বসে গ্রামবাসীরা

গোপাল সিং, খোয়াই, ১৬ আগস্ট || দীর্ঘদিন যাবত রাস্তার দূরবস্থার জন্য মানুষজনের প্রাণ ওষ্ঠাগত। যানবাহন চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তাটি। বলা হচ্ছে, খোয়াই বিধানসভার অন্তর্গত জাম্বুরা গ্রাম পঞ্চায়েত ও পূর্ব গণকী এলাকার চলাচলের রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। ফলে প্রতিদিন চলাচল করতে গিয়ে সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় প্রধান সুশান্ত দেবনাথ এবং প্রশাসনের কর্মকর্তাদের কাছে বারবার দাবি জানিয়েছেন জনসাধারন। অবশেষে বুধবার জাম্বুরা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ সকাল নয়টায় খোয়াই–চাম্পাহাওর সড়ক অবরোধ করে জাম্বুরা এলাকায়। অবরোধের ফলে যান চলাচল ব্যহত হয়। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে ধৈর্য্য হারিয়ে রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা পথ অবরোধ করে বলে জানান অবরোধকারীরা। দীর্ঘ চার ঘণ্টা পথ অবরোধের পর ঘটনাস্থলে ছুটে যায় খোয়াই পূর্ত দপ্তরের জুনিয়ার ইঞ্জিনিয়ার সুকান্ত পাল। তিনি পথ অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাস্তাটি মেরামতের কাজ শুরু করে দেওয়া হবে। জুনিয়ার ইঞ্জিনিয়ার সুকান্ত পালের এই কথায় আশ্বস্ত হয়ে পথ অবরোধকারীরা দুপুর ১২টা নাগাদ পথ অবরোধ তুলে নেয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*