সাগর দেব, তেলিয়ামুড়া, ১৭ আগস্ট || ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া মন্ডলের অন্তর্গত ৯নং শক্তি কেন্দ্রের অন্তর্গত ৩৫নং বুথের উদ্যোগে ভারতবর্ষের সুমহান স্বাধীনতা দিবসের ৭৬’তম বর্ষপূর্তি এবং ৭৭’তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান এবং দুস্থ নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যায় প্রবীণ নাগরিক সংবর্ধনা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক কল্যানী সাহা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, তেলিয়ামুড়া মন্ডলের দুই সাধারণ সম্পাদক নন্দন রায়, রুপেশ বর্মন বিজেপি তেলিয়ামুড়া মন্ডল নেতা সুমন ঘোষ, বুথ প্রেসিডেন্ট সুবির শিল, ৯নং শক্তি কেন্দ্রের প্রমুখ কান মালাকার সহ অন্যান্যরা। দেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ৩৫নং বুথের ৯নং শক্তি কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা কুরিয়ে নেয়।