শান্তিরবাজার শহরের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসলো পৌর পরিষদ ও পূর্ত দপ্তর

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৭ আগস্ট || শান্তিরবাজার পৌর এলাকার সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলে যাতায়তের রাস্তায় জলনিষ্কাষনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তাটি জলমগ্ন হয়ে পরতো। এতে করে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যাতায়াতের সমস্যার সন্মুখিন হতে হতো। অপরদিকে বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি ভগ্ন দশায় পরিনত হয়ে পরছে। এই সমস্যাগুলি পৌর পরিষদের নজরে আসার পর সমস্যা সমাধানে এগিয়ে আসলো শান্তিরবাজার পৌর পরিষদ ও পূর্ত দপ্তর। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি নতুন করে পেভার ব্লকের মাধ্যমে নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে পূর্ত দপ্তর।
অপরদিকে জল নিষ্কাষনের জন্য ড্রেইন নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে পৌর পরিষদ। বিগত দিনেও পূর্ত দপ্তর ও পৌর পরিষদের যৌথ প্রচেষ্টায় শান্তিরবাজার শহরের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে। এরইমধ্যে এই সমস্যা সমাধানে ও নতুন করে রাস্তা ও ড্রেইন নির্মানের জন্য বৃহস্পতিবার রাস্তাটি পরিদর্শন করলেন শান্তিরবাজার পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ অফিসার তাপস মারাক, পূর্ত দপ্তরের এস ডি ও প্রবীর বরন দাস, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পৌর পরিষদের ডেপুটি সিও প্রীতম সরকার সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা পরিদর্শন করেন ও আগামীদিনে রাস্তা ও ড্রেইন নির্মানের পরিকল্পনা হাতে নেওয়া হয়। তার পাশাপাশি পূর্ত দপ্তরের উদ্দ্যোগে নির্মিত শান্তিরবাজার পৌর পরিষদের নবনির্মিত ভবনের কাজ পরিদর্শন করেন সকলে। আগামী ১ মাসের মধ্যে এই নবনির্মিত ভবনগুলির শুভ উদ্ভোধন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ অফিসার, এসডিও, পৌর পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের যৌথ প্রচেষ্টায় শান্তিরবাজার শহরকে সাজিয়ে তোলার পাশাপাশি লোকজনের সমস্যা সমাধানের জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এতেকরে পূর্ত দপ্তরের কাজে ও পৌর পরিষদের কাজে খুবই খুশি শান্তিরবাজারের লোকজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*