দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২১ আগষ্ট ।। মনু উপজাতি সংরক্ষিত কেন্দ্রের ভোটারদের কাছে্র মানুষটিকে যখন দিল্লী পাঠানোর ব্যবস্থা হচ্ছিল তখন সেখানকার ভোটাররা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বামেদের কথায় রাজ্যের দাবী সশব্দে দিল্লিতে তোলার জন্যই তাঁকে পাঠানো হয়েছে। মনু উপজাতি সংরক্ষিত আসনের একচ্ছত্র অধিপতির শূন্য আসনের নির্বাচনে বাম তরফে যাঁকে দাঁড় করানো হয়েছে, ওনার পদবীও চৌধুরী, তবে তফাৎ শুধু নামে । একজন জয়ের ধারাতে এমনিতেই হয়ে উঠেছিলেন জিতেন্দ্র, এবার জিতেন্দ্রর জায়গায় নতুন প্রত্যুশের প্রত্যয়ে বামপ্রার্থী হয়েছেন প্রভাত চৌধুরী। ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থী ঘোষনা করেছে, তৃণমূল, বিজেপি-র প্রার্থী ঘোষনা হবে শীঘ্রই। ভোটের লড়াইয়ের সর্বশেষ ফলাফলের প্রশ্নে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা ভোট ভাগাভাগির অংক তো আছেই সঙ্গে ধারে ভারেও মনু উপজাতি সংরক্ষিত কেন্দ্রে বামপ্রার্থী প্রভাত চৌধুরী হয়তো সুপ্রভাত নিয়ে আসবেন মনু কেন্দ্রে। মনুর মানুষ ভোটের উত্তাপে ভাসলেও ভোটের হিসেবটাও শুরু করে দিয়েছেন।