বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৯ আগস্ট || নিখোঁজ স্কুল ছাত্রীকে খুঁজে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হলেন অসহায় পরিবারে লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার বাইখোড়ার কুশারঘাট এলাকার বাসিন্দা নারায়ন সরকারের কন্যা পিউ সরকার গত বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে বাড়ী ফিরেনি। জানা যায়, পিউ সরকার (১৮) বাইখোড়া বালিকা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে ক্লাস ১২ এ পাঠরত অবস্থায় রয়েছে। স্কুল ছাত্রীকে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন বাইখোড়া থানার একটি জিডি এন্ট্রি করেন। অবশেষে তিনদিন অতিক্রান্ত হবার পরেও নিখোঁজ স্কুল ছাত্রীকে খুঁজে না পেয়ে সংবাদমাধ্যমের দারস্ত হলেন। পরিবারের লোকজন জানান, পুলিশ ও পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজির পর এখনো নিখোঁজ ছাত্রীর কোনোপ্রকার খোঁজ পাওয়া যায়নি। তাই সংবাদমাধ্যমের দারস্ত হয়ে অসহায় পরিবারের লোকজন নিজেদের মেয়েকে খুঁজেপেতে আবেদন জানান।