আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট || যথাযথ মর্যাদার সাথে পালিত হয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯’তম জন্মজয়ন্তী। এই দিনটি কংগ্রেস সৎভাবনা দিবস হিসেবে পালন করে। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কর্মী সমর্থকরা আগরতলা সার্কিট হাউজ সংলগ্ন এলাকা থেকে এক পদযাত্রা শুরু করেন। পরে কংগ্রেস ভবনে এসে পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে গান্ধীঘাটে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় কংগ্রেস কর্মী সমর্থকরা।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, ছাত্রনেতা সম্রাট রায় সহ কংগ্রেস দলের অন্যান্য কর্মী সমর্থকরা।