আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট || গত বছরের ন্যায় এই বছরও আগরতলা পুর নিগমের ৩৯নং পুর ওয়ার্ডের পক্ষ থেকে আসন্ন দুর্গা পূজাকে কেন্দ্র করে, শহর দক্ষিণাঞ্চলের সমস্ত রেজিস্টার ভুক্ত ক্লাব, সংঘ, সমিতি এবং সংস্থাগুলিকে নিয়ে দ্বিতীয় শারদসম্মান আয়োজন করা হয়েছে। সেই শারদ সম্মানকে কেন্দ্র করে সোমবার আগরতলা পুর নিগমের ৩৯নং পুর ওয়ার্ডের কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ৩৯নং পুর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, ৪০নং পুর ওয়ার্ডের কর্পোরেটর সপ্না সরকার চৌধূরী, সমাজসেবী জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ।