আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা সুনিশ্চিত করা সহ রাজ্যবাসীর আশু জরুরী ৯ দফা দাবি পূরণের লক্ষ্যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। মঙ্গলবার এই মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ালে সহ গণতান্ত্রিক নারী সমিতির আরো অন্যান্য কর্মকর্তারা।